policeপিকেটার সন্দেহে আটকের পর যমুনা টিভির সাংবাদিক সোহরাব হোসেনকে পিটিয়েছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী কলেজের হোস্টেলের মাঠে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এক কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

chardike-ad

যমুনা টিভির রাজশাহী অফিসের স্টাফ রিপোর্টার সোহরাব হোসেন জানান, সকালে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের মাঠে তিনি ক্রিকেট খেলতে যান। এসময় পিকেটার সন্দেহে পুলিশের এসআই জাহাঙ্গীর আলম ও কন্সটেবল বুলবুলসহ কয়েকজন তাকে আটক করে। নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে বেধড়ক পেটানো হয়।

মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, এ ঘটনায় কনস্টেবল বুলবুলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।