Search
Close this search box.
Search
Close this search box.

শীর্ষে থাকলেও দখল কমেছে স্যামসাংয়ের

smartphoneস্মার্টফোনের বাজার প্রতি বছরই বড় হচ্ছে। এ বাজারের দখল নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা এখন তুঙ্গে। ২০১৪ সালের হিসাবে, দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং শীর্ষে রয়েছে। তবে কর্তৃত্ব কমেছে উল্লেখযোগ্য হারে। ২০১৩ সালে স্মার্টফোনের বাজারে প্রতিষ্ঠানটির দখল ছিল ৩২ দশমিক ৫ শতাংশ। কিন্তু গত বছর কমে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। তাইওয়ানভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর সিনেট।

বিশ্লেষকদের মতে, দামি ও সস্তা— উভয় সংস্করণের মোবাইল ডিভাইসের বাজারেই দখল হারাতে বসেছে কোরিয়ান প্রতিষ্ঠানটি। সস্তা মোবাইল ডিভাইসের বাজার ক্রমেই দখল করে নিচ্ছে চীনা মোবাইল ডিভাইস নির্মাতারা। আর দামি ডিভাইসের বাজার এখন অনেকটাই মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের দখলে। চলতি বছরও স্যামসাংয়ের বাজার দখল নিম্নমুখী থাকবে বলে প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০১৫ সালে প্রতিষ্ঠানটির বাজার দখল ২৬ দশমিক ৬ শতাংশে নেমে আসবে।

chardike-ad

বাজার দখলের দৌড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। মার্কিন প্রতিষ্ঠানটির বাজার দখলও গত বছর কিছুটা কমেছে। ২০১৩ সালে স্মার্টফোন বাজারের ১৬ দশমিক ৬ শতাংশ ছিল অ্যাপলের দখলে। গত বছর প্রতিষ্ঠানটি ১৬ দশমিক ৪ শতাংশ নিজেদের দখলে রাখতে সক্ষম হয়।

ট্রেন্ডফোর্সের হিসাবে, প্রতি বছরই বিশ্বব্যাপী মোবাইল ডিভাইস সরবরাহের পরিমাণ বাড়ছে। ২০১৩ সালে বিশ্বব্যাপী সরবরাহ হয়েছে ৯২ কোটি ৭২ লাখ ইউনিট স্মার্টফোন। পরের বছর এর পরিমাণ দাঁড়ায় ১১৬ কোটি ৬৯ লাখ ইউনিটে। পূর্বাভাস অনুযায়ী চলতি বছর বিশ্বব্যাপী সরবরাহ হবে ১২৯ কোটি ৩ লাখ ইউনিট মোবাইল ডিভাইস।

মোবাইল ডিভাইসের সরবরাহ বাড়লেও কোনো প্রতিষ্ঠানের একক আধিপত্য হ্রাস পাবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ গত বছর স্যামসাং ও অ্যাপলের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের বাজার দখল কমেছে। অন্যদিকে লেনোভো, মটোরোলা, এলজি, হুয়াউই, জিয়াওমির মতো প্রতিষ্ঠানের বাজার দখল বাড়ছে।

গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্যামসাংয়ের আয় আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে কমে। এ সময়ে মোবাইল খাত থেকে প্রতিষ্ঠানটির আয় ৭৪ শতাংশ কমে। এর পরই স্যামসাং তাদের মোবাইল ডিভাইস উত্পাদন কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। গত নভেম্বরে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা চলতি বছর মোবাইল ডিভাইস উত্পাদন ৩০ শতাংশে নামিয়ে আনবে। অর্থাত্ এ বছর কোরিয়ান প্রতিষ্ঠানটির অনেক ডিভাইস বাজারে পাওয়া যাবে না। গ্রাহক চাহিদার ওপর ভিত্তি করে অল্প কিছু ডিভাইস তারা এ বছর উত্পাদন করবে। মোবাইল ডিভাইসের পরিবর্তে স্যামসাং চিপ ব্যবসার দিকে মনোনিবেশ করছে বলেও একাধিক প্রতিবেদনে জানা যায়।

এ পরিস্থিতিতে স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানের পক্ষে মোবাইল ডিভাইসের বাজারে তাদের শীর্ষস্থান ধরে রাখা কষ্টসাধ্য হবে বলে মনে করা হচ্ছে। এদিকে গত বছরের শেষ দিকে বাজারে আসে অ্যাপলের বড় পর্দার স্মার্টফোন আইফোন সিক্স ও সিক্স প্লাস। এ দুটি স্মার্টফোনও বাজারে স্যামসাং ডিভাইসের চাহিদা হ্রাসে ভূমিকা রাখছে। এছাড়া চীনা প্রতিষ্ঠান জিয়াওমি তো রয়েছেই। তিন বছর বয়সী প্রতিষ্ঠানটি এরই মধ্যে তাদের পণ্যের গুণগত মান ও তুলনামূলক কম দামের মাধ্যমে বাজারের শীর্ষস্থানে চলে এসেছে। সম্প্রতি এক বিবৃতিতে চীনা প্রতিষ্ঠানটি জানায়, তারা আগামী এক দশকে মোবাইল ডিভাইস বাজারের শীর্ষস্থান দখলের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ পরিস্থিতিতে স্যামসাং তাদের শীর্ষস্থান কত দিন ধরে রাখতে পারে, তাই এখন দেখার বিষয়।