Search
Close this search box.
Search
Close this search box.

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

train

চট্টগ্রামের মিরসরাইয়ের কাছে রেললাইনের ফিশপ্লেট খুলে নেওয়ায় নাসিরাবাদ এক্সপ্রেস নামক একটি ট্রেনের ইঞ্জিন ও অপর দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

chardike-ad

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র নিশ্চিত করেছে।

এই ঘটনায় নাসিরাবাদ এক্সপ্রেসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

পূর্বাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা জানান, রোববার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মিরসরাইয়ের কাছে রেললাইনের ফিশপ্লেট খুলে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর ভোরে নাসিরাবাদ এক্সপ্রেস নামক ট্রেনটি চট্টগ্রাম যাওয়ার পথে লাইনচ্যুত হয়। এরপর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী দুটি ট্রেন নোয়াখালীর কাছে আটকা পড়েছে। রেলের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়েছে।