Search
Close this search box.
Search
Close this search box.

৪০টি কুকুরের বাচ্চা নয় ৪টি করে সন্তান উৎপাদন করতে বলেছি

praci
সাধ্বী প্রাচী

নিজের বক্তব্যের স্বপক্ষে গলা ফাটিয়ে ফের দলকে বিতর্কের মুখে ঠেলে দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেত্রী সাধ্বী প্রাচী।

এর আগে প্রত্যেক হিন্দু নারীকে অন্তত চারটি করে সন্তান উৎপাদনের পরামর্শ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। এবার নিজের বক্তব্যের হয়ে সাফাই গাইতে গিয়ে বললেন ‘৪টি করে সন্তান উৎপাদন করতে বলেছি, ৪০টি কুকুরের বাচ্চা তো আর পয়দা করতে বলিনি।’

chardike-ad

যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দলীয় নেতা মন্ত্রীদের বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে বলছেন, তখন বিজেপির ছোট বড় নেতা-নেত্রীদের লাগামহীন একের পর এক মন্তব্যের জেরে অস্বস্তিতে বিজেপি।

এর সঙ্গেই সাধ্বী যোগ করেছেন ‘সিংহের কখনো ১টি সন্তান থাকে না। আমাদের প্রতি পরিবার পিছু চারটি সন্তানের প্রয়োজন। একজন সীমান্তে শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে, একজন কে সাধু সন্ন্যাসীদের হাতে ছেড়ে দিন আর একজন সামাজিক করার জন্য বিশ্ব হিন্দু পরিষদের হাতে তুলে দিন।’

অল ইন্ডিয়া মাজলিস-ই-ইত্তেহাদুলের নেতা আসারুদ্দীন ওয়াইসিকেও তীব্র আক্রমণ করেছেন এই বিজেপি নেত্রী। তার মতে ‘ভারতে জন্ম নেয়া প্রতিটি শিশুই হিন্দু। ওয়াইসির বাবা ভারতে জন্ম নিয়েছিলেন এবং তিনিও হিন্দু ছিলেন। যদি ওয়াইসি নিজের হিন্দু স্বত্তাকে অস্বীকার করেন তাহলে ওনার উচিৎ পাকিস্তানে গিয়ে থাকা।’