cosmetics-ad

চীনে শীর্ষ ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর

China

সোমবার চীনের হুবেই প্রদেশের সর্বোচ্চ গণআদালত লিউয়ের সাজা কার্যকরের আদেশ দেয় বলে জানিয়েছে রাষ্ট্রিয় বার্তা সংস্থা সিনহুয়া।

গত বছরের মে’তে খুনসহ বেশ কয়েকটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

খনি কোম্পানি হ্যানলং গ্রুপের প্রধান লিউ এক সময় চীনের ২৩০তম শীর্ষ ধনী ছিলেন। দেশটির চলমান দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার সাবেক অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ঝউ ইয়োংক্যাং’র বড় ছেলে ঝউ বিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন লিউ। এ দুজন একসময় ব্যবসায়ীক অংশীদার ছিলেন বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

দুই বছর আগে প্রেসিডেন্ট শি জিনপিং চীনের ক্ষমতা গ্রহণের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেন। সেই অভিযানেই গত বছর আরো ৩৬ সঙ্গীসহ গ্রেপ্তার হন শীর্ষ ব্যবসায়ী লিউ।

লিউ’র পাশাপাশি তার ছোট ভাই লিউ ওয়েই’সহ আরো তিনজনের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়েছে।