Search
Close this search box.
Search
Close this search box.

সহিংসতা রোধে হেলিকপ্টার থেকে র‌্যাবের লিফলেট বিতরণ

helicopter“মা কাঁদছে-জ্বলছে দেশ, ঘুরে দাড়াও বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশে চলছে সহিংসতাকারিদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের আন্দোলন। হরতাল আর অবরোধকারি ছোঁড়া বোমা ও পেট্রলবোমায় দদ্ধ হচ্ছে সাধারণ মানুষ।

এসব বোমাবাজদের ধরিয়ে দিতে রোববার দুপুরে হেলিকপ্টরযোগে চাঁপাইনবাবগজ্ঞ ও শিবগঞ্জ উপজেলা সদর এলাকায় প্রচারনামূলক লিফলেট বিতরণ করেছে র‌্যাব। লিফলেটে বলা হয়েছে সারাদেশব্যাপী অবরোধ-হরতালে বিপন্ন দেশ, বোমায় পুড়ছে বাস, পুড়ছে আমার মা, পুড়ছে আমার ভাই-বোন, আগুনে পুড়ছে পরিবার সাথে জ্বলছে জাতির বিবেক।

chardike-ad

আর পুড়তে দেব না, হতে দেব না কোন ক্ষতি। রুখে দাঁড়াবো, নিরাপদ একটি দেশ গড়ব । এছাড়া সঠিক তথ্যের ভিত্তিতে যারা সহিংসতাকারিদের ধরিয়ে দিতে পারবে তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে র‌্যাব।

তথ্য প্রদানকারির পরিচয় গোপন রাখা হবে। আর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আসামী ধরতে পারলে নগদ টাকা পুরস্কার প্রদান করবে র‌্যাব এমন প্রতিশ্রুতি দেয়া আছে এই লিফলেটে।