Search
Close this search box.
Search
Close this search box.

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

bcs৩৫তম বিসিএসের নির্বাচনী (প্রিলিমিনারি) পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট ১ হাজার ৮০৩টি পদের জন্য এবার সর্বমোট ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী আগামী ৬ মার্চ শুক্রবার এ পরীক্ষায় অংশ নেবেন। ওইদিন বিকাল ৩ টায় দেশের মোট ৭টি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা শুরু হবে। প্রথমবারের মতো এবার নির্বাচনী পরীক্ষা হবে ২ ঘণ্টায় ২০০ নম্বরের মধ্যে।

মঙ্গলবার সকাল পৌনে এগারটায় কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতটি বিভাগীয় শহরের ১৯২টি পরীক্ষা কেন্দ্রে ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এর মধ্যে ঢাকায় ১২০টি, রাজশাহীতে ২১টি, চট্টগ্রামে ১৩টি, খুলনায় ১০টি, বরিশালের ৫টি, সিলেটে ৭টি এবং রংপুরে ১৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষার সময়সূচি, হল ও আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী কমিশনের সাইট (www.bpsc.gov.bd) এই ঠিকানায় পাওয়া যাবে।

chardike-ad