Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের সেরা ১০টি বিমানবন্দর

airportকনজ্যুমার এভিয়েশান ওয়েবসাইট বিশ্বের সেরা ১০ টি বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে। পরপর তৃতীয়বারের মত এবারেও বিশ্বের সেরা বিমাবন্দর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। চলুন দেখে নেয়া যাক ক্রমানুসারে বিশ্বের সেরা বিমানবন্দরগুলো।

১. চাঙ্গি এয়ারপোর্ট
পরপর তৃতীয়বারের মত এই বিমানবন্দরটি প্রথম স্থান ধরে রেখেছে। এটি বিশ্বের ১৩ তম ব্যাস্ত বিমানবন্দর।
airport-1
চাঙ্গি এয়ারপোর্ট
২.ইনচিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
এটিও তার আগের অবস্থান ধরে রেখেছে। ২০১১ সালে এ বিমানবন্দরটি চালু করা হয়।
airport-2
ইনচিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
৩.মিউনিখ এয়ারপোর্ট
ফ্রাঙ্কফুর্টের পর এটিই জার্মানির সবচেয়ে ব্যাস্ত বিমানবন্দর। এটিও তার পূর্বের অবস্থান ধরে রেখেছে।
airport-3
মিউনিখ এয়ারপোর্ট
 ৪.হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
১৯৯৮ সালে চালুর পর বিমানবন্দরটি এখন বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে পরিনত হয়েছে।
airport-4
হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
 ৫.টোকিও হানেডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
টোকিও ও এর আশেপাশে বড় দুটি বিমানবন্দরের মধ্যে এই বিমানবন্দরটি অন্যতম। প্রতি বছর এ বন্দর দিয়ে ৬৮.৯ মিলিয়ন মানুষ যাতায়াত করে।
airport-5
টোকিও হানেডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
৬.জুরিখ এয়ারপোর্ট
সুইজারল্যান্ডের রাজধানী জুরিখ থেকে মাত্র ৮ মাইল দূরের এই বিমানবন্দরটি দেশটির অন্যতম বিমানবন্দর
airport-6
জুরিখ এয়ারপোর্ট
৭.সেন্ট্রাল জাপান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
এই বিমানবন্দরটি এ বছর অভাবনীয় উন্নতি করেছে। গতবছর এর অবস্থান ছিলো ১২ তে।
airport-7
সেন্ট্রাল জাপান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
৮.লন্ডন হিথ্রো এয়ারপোর্ট
এ এয়ারপোর্টটি ১০ থেকে ৮ এ উঠে এসেছে। এই বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর।
airport-8
লন্ডন হিথ্রো এয়ারপোর্ট
৯.আমস্টারডাম স্কিফোল এয়ারপোর্ট
র‌্যাংকিংয়ে অবনতি হয়েঠে এটির। আগের বছর এটির অবস্থান চিলো ৫ এ।
airport-9
আমস্টারডাম স্কিফোল এয়ারপোর্ট
১০.বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
৭ থেকে এই বিমানবন্দরটির অবস্থান এখন ১০ এ। প্রতিবছর প্রায় ৮৩.৭ মিলিয়ন মানুষ এ বিমানবন্দর দিয়ে যাতায়াত করে।
airport-10
বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট