Search
Close this search box.
Search
Close this search box.

সিঙ্গেল ডে’র বিপাকে আলিবাবা

alibaba

বিপাকে পড়েছে ইন্টারনেট রিটেলর সংস্থা আলিবাবা। জরিমানা হতে চলেছে চীনা এই অনলাইন রিটেলর সংস্থাটির। এর বিরুদ্ধে জরিমানার পদক্ষেপ নিতে কোমর বেঁধে নেমেছে চীন সরকার।

chardike-ad

সূত্রের খবর, প্রায় ১২৯ হাজার মার্কিন ডলার জরিমানা হতে চলেছে আলিবাবার। তবে হঠাৎ এই জরিমানা নিয়ে মুখ খুলতে নারাজ দু’পক্ষই। ফলত সঠিক কারণ এখনো জানা যায়নি।

মনে করা হচ্ছে, ২০০৯ সাল থেকে ভ্যালেন্টাইন্স ডের উল্টো ১১ নভেম্বর দিনটিকে আলিবাবা চালু করেছে সিঙ্গেল ডে হিসেবে। চীনের সিঙ্গেলদের জন্য এই দিনে কম দামে অনেক গিফট দেয়ার ব্যবস্থাও করেছে সংস্থাটি। এর ফলে প্রথম বছরেই আলিবাবার লাভ করে নয় বিলিয়ন মার্কিন ডলার।

তবে গোল বেঁধেছে অন্য জায়গায়, কয়েকদিন পরেই জানা যায় কিছু তৃতীয় সংস্থার পণ্য কম দামে দিয়েছে আলিবাবা। এর পরেই গ্রাহকদের আবেদনের ভিত্তিতে তৈরি করা হয় তদন্ত কমিটি। সেই কমিটির সুপারিশ মেনেই এবার সম্ভবত জরিমানা হতে চলেছে আলিবাবার।