Search
Close this search box.
Search
Close this search box.

সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

earthquakeরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পন টের পেয়ে রাজধানীর বিভিন্ন ভবন থেকে আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে।

ভারতের উত্তর-পূর্বে এবং নেপালেও একই সময়ে ৭ দশমিক ৪ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়।

chardike-ad

তবে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন,‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৭৩৩ কিলোমিটার দূরে নেপালের পোখারায়। এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।’

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ১১ দশমিক ৯ কিলোমিটার নিচে এই ভূমিকম্প আঘাত হানে। এটি ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছে সংস্থাটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে জান-মালের ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।