Search
Close this search box.
Search
Close this search box.

রাজধানীজুড়ে আতঙ্ক

earth-quakeসারাদেশে অনুভূত হওয়া শক্তিশালী ভূমিকম্পের ফলে রাজধানীজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এসময় বিভিন্ন এলাকার অফিস-বাসাবাড়ির লোকজন হুড়োহুড়ি করে কেউবা রাস্তায় আবার কেউ বাড়ির ছাদে আশ্রয় নেয়।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১২টা ১১ মিনিট থেকে প্রায় মিনিটব্যাপী এ ভূমিকম্প অনুভূত হয়।

chardike-ad

মতিঝিল এলাকায় প্রায় সবগুলো অফিস থেকে লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।

ঢাকা মেডিকেল থেকে জহিরুল ইসলাম নামে এ শিক্ষার্থী জানান, ভূমিকম্প আতঙ্কে জরুরি বিভাগের সব রোগী বের হয়ে আসে।

EarthQuaik2পুরান ঢাকাতেও রাস্তায় অবস্থান নিয়েছে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। ওই এলাকায় অধিকারশ ভবন ভূমিকম্প ঝুঁকিতে থাকায় তাদের মধ্যে বেশি আতঙ্ক বিরাজ করছে।

এছাড়াও এয়ারপোর্ট, হোটেল সোনাগাঁও, গুলশান, মিরপুরসহ প্রায় সবকটি এলাকায়ও মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে। এয়ারপোর্ট এলাকায় ভূমিকম্প আতঙ্কে মানুষজন গাড়ি থামিয় রাস্তায় অবস্থান করছে।