Search
Close this search box.
Search
Close this search box.

‘রোহিঙ্গাদের কারণে ওমরা ভিসা বন্ধ’

hazi-selimসংসদ সদস্য হাজী সেলিম বলেছেন, রোহিঙ্গরা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ওমরা পালনের জন্য সৌদি আরব গিয়ে আর ফিরে না আসায় ওমরা ভিসা বন্ধ করে দেয়া হয়েছে। এভাবে প্রায় ১০ হাজার রোহিঙ্গা সৌদি আরব গেছেন।

সোমবার সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকের সভাপতিত্বে ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ।

chardike-ad

সেলিম আরো বলেন, রোহিঙ্গরা পুলিশের মাধ্যমে ইমিগ্রেশন পার হয়ে সৌদি যান। গিয়ে আর ফিরে আসছেন না। সেখানেই কাজ করছেন। এ জন্য আসন্ন রমজান মাসে আমরা ওমরা হজ্জ পালন করতে পারছি না। এ জন্য দায়ী কে? যারা পাসপোর্ট দিয়েছেন তাদের জবাবদিহি করা উচিত।

তিনি বলেন, আমি দুই বছর ভারতে ছিলাম। কিন্তু অনেক চেষ্টা করেও কোনো আইডি কার্ড কিংবা রেশন কার্ড বানাতে পারিনি। আর আমাদের দেশে পাসপোর্ট অফিস থেকে এদের পাসপোর্ট দিয়ে দিচ্ছে।

কমিশনারদের কাছে গেলেই নাগরিত্বের সনদ দিয়ে দিচ্ছে। এই পাসপোর্ট যারা দিয়েছেন তাদের ধরে এনে বিচার করা উচিত বলে মনে করেন তিনি।