Search
Close this search box.
Search
Close this search box.

মোদি ঢাকায়

Modi_Dhakaভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। শনিবার সকাল সোয়া ১০টায় ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার এ সফর। তার আগমনে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাজধানীকে। প্রস্তুত হয়ে আছে দুই দেশের প্রায় দেড় ডজন চুক্তির খসড়া। প্রস্তুত আলোচনার সব বিষয়বস্তুও। দেশের সব রাজনৈতিক দলও স্বাগত জানিয়েছে মোদির সফরকে।

chardike-ad

এদিকে, বাংলাদেশ-ভারতের বর্তমান বহুমাত্রিক সম্পর্কের প্রেক্ষাপটে মোদির দুই দিনের সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে ঢাকা এবং দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক মহল।

ঢাকায় প্রথম সফর নিয়ে উচ্ছ্বসিত মোদি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তার এ সফর সম্পর্কের বন্ধন আরও মজবুত করবে। উপকৃত হবে দুই দেশের মানুষ।

বিমানবন্দর সড়কসহ বিভিন্ন এলাকায় বিলবোর্ডে দুই দেশের প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল ছবি আর বাংলা-ইংরেজিতে শুভেচ্ছা বার্তা ইতিমধ্যে রাজধানীকে এনে দিয়েছে উৎসবের আমেজ। মোদি দুই দিনের এই সফরে হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করবেন।