cosmetics-ad

ইয়েমেনে মসজিদে বোমা হামলায় নিহত ৩০

yemen

ইয়েমেনের সানায় মসজিদে সিরিজ বোমা হামলায় ৩০ জনের বেশি নিহত হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। হামলার সময় মুসল্লিরা মসজিদে মাগরিবের (সন্ধ্যা) নামাজ আদায় করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের শিয়া অধ্যুষিত এলাকায় দুটি মসজিদে প্রথমে গাড়ি বোমা হামলা চালানো হয়। এরপর আরো বিস্ফোরণ হয় হুতি বিদ্রোহীদের রাজনৈতিক কার্যালয়ের আশপাশে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, তিনি অনেকের মধ্যে দুটি শিশুকেও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন।

হামলার দায় স্বীকার করে ইসলামপন্থী সশস্ত্র সংগঠন আইএস জানায়, এটা ছিল তাদের প্রতিশোধ। সানাসহ ইয়েমেনের বিশাল এলাকা এখন হুতি বিদ্রোহীদের দখলে রয়েছে।

এই হামলা এমন সময় হলো যখন নির্বাসনে রয়েছে দেশটির সরকার। সেখানে সংঘাত বন্ধে সরকারের প্রতিনিধি এবং বিদ্রোহীরা জেনেভায় মিলিত হয়েছেন শান্তি আলোচনায়। সেই শান্তি আলোচনায় সামান্যতম সমঝোতাও হয়নি।

তার মাঝেই এমন হামলার ঘটনা পরিস্থিতিকে আরো সংঘাতময় করে তুলতে পারে বলে আশংকা করা হচ্ছে।