বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৮ জুন ২০১৫, ১১:৪১ পূর্বাহ্ন
শেয়ার

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প


earthquackরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ রোববার সকাল ৭টা ৫ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৬।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান (ইউএসজিএস) এর দেওয়া তথ্য অনুযায়ী দেখা যায়, এই ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিলো ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বসুগাঁও থেকে ২৩ কিমি উত্তরে ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে।

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কম্পন বেশি অনূভূত হয়েছে। নীলফামারী, লালমনিরহাট ও পঞ্চগড়ের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে অনেকে ঘুম থেকে জেগে ওঠেন। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।