Search
Close this search box.
Search
Close this search box.

পরিবেশ বাচাঁতে হান নদীর পাশে আকাশচুম্বী ভবন নির্মাণের উপর নিষেধাজ্ঞা

অনলাইন প্রতিবেদক, ৪ এপ্রিল, ২০১৩:

নদী তীরবর্তী এলাকাসমূহের পরিবেশ বাঁচাতে ও কার্যকর নগর উন্নয়নের লক্ষ্যে সিউল শহর কর্তৃপক্ষ হান নদীর তীরসংলগ্ন অঞ্চলে বহুতল ভবন নির্মাণে উচ্চতা বেঁধে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নদী তীর ব্যবস্থাপনায় নগর সরকার ঘোষিত এক মহাপরিকল্পনার অংশ হিসেবে আরও থাকছে পরিবেশ বান্ধব পার্ক নির্মাণ ও নদীসমূহের নাব্যতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ। নদীর তীরে আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট এলাকাসমূহে সর্বোচ্চ ৩৫ তলা ভবন তোলার অনুমতি দেয়া হবে। তবে একেবারে তীরসংলগ্ন ভবনগুলো কোনভাবেই ১৫ তলার বেশী হতে পারবে না।পুনঃসংস্কারের জন্য চিহ্নিত আপগুজোং বানপো এবং ইনচনের আবাসিক এলাকাসমূহে এই নিষেধাজ্ঞার বড় ধরণের প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে জামসিল এবং ইউইদোসহ বেশীরভাগ শহুরে জেলাগুলোতেই ৫০ তলা পর্যন্ত নির্মাণের অনুমতি দেয়া হবে।

chardike-ad

সিউল নগর পরিকল্পনা ব্যুরোর পরিচালক লী জে-উওন বলেন, “এই পরিকল্পনা শহরের উন্নয়ন বাঁধাগ্রস্ত করার জন্যে নয়, বরং শহরের গুরুত্ব বাড়াতেই এ উদ্যোগ”।
নগরবাসীকে সাথে নিয়েই কর্তৃপক্ষ এ পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানান তিনি।