Search
Close this search box.
Search
Close this search box.

অভিজিৎ হত্যাকারীরা চিহ্নিত

ovizit
ড. অভিজিৎ রায় (ফাইল ছবি)

বিজ্ঞানমনস্ক লেখক, ব্লগার ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায়ের হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, ঘটনাস্থলে ৭ জন উপস্থিত থেকে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে তদন্তে প্রমাণ পেয়েছে পুলিশ। এদের মধ্যে দুজন অভিজিৎকে কুপিয়ে হত্যা করে। বাকিরা ঘটনাস্থলের আশেপাশে খেয়াল রাখে।

chardike-ad

তবে আসামিদের নাম, ছবি ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলেও তাদের ঠিকানা পাননি পুলিশ। তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় লেখক, ব্লগার ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই ঘটনায় তার স্ত্রী নাফিজা আহমেদকে কুপিয়ে জখম করে। এরপর এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম ও আল কায়েদা টুইট করে।