Search
Close this search box.
Search
Close this search box.

মিসরের প্রধানমন্ত্রীর পদত্যাগ

Ibrahimমিসরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলেবসহ তার মন্ত্রিপরিষদের সকল সদস্য পদত্যাগ করেছেন। নিজ নিজ মন্ত্রণালয় থেকে তারা পদত্যাগ করেন। শনিবার রাষ্ট্রীয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলেবস পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নতুন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত এ মন্ত্রিসভা তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবে বলে সিসি জানিয়েছেন।

chardike-ad

তবে বিবৃতিতে মন্ত্রিসভা কি কারণে পদত্যাগ করেছে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। দুর্নীতির অভিযোগে দেশটির কৃষিমন্ত্রী গ্রেফতার হওয়ার কয়েকদিনের মধ্যে মন্ত্রিপরিষদের পদত্যাগের ঘোষণা দেয়া হলো।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এ ঘটনার পর দেশটির সাবেক খনিজ সম্পদ মন্ত্রী শেরিফ আল ইসমাইলকে নতুন সরকার গঠনের নির্দেশ দিয়েছেন।