Search
Close this search box.
Search
Close this search box.

এবার মুসলিম নারীকে সমাবেশ থেকে বের করে দিলেন ট্রাম্প

trampনির্বাচনী সমাবেশ থেকে মুসলিম নারীকে বের করে দিয়ে আবারও সমালোচনায় যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। হিজাব পরা এবং বিশেষ বার্তা যুক্ত টি-শার্ট পরায় তাকে বের করে দেওয়া হয় বলে জানিয়েছে রক হিল ডিপার্টমেন্ট পুলিশ।

ট্রাম্প যখন বক্তৃতা রাখছিলেন ওই সময়ে ৫৬ বছর বয়সি রোজা হামিদ তার সামনেই অবস্থান করছিলেন। এ সময় তার টি-শার্টে লেখা ছিলো, ‘সালাম-আমি শান্তির বার্তা নিয়ে এসেছি।’

chardike-ad

রক হিল পুলিশ ডিপার্টমেন্টের মেজর স্টিভেন থম্পসন জানান, ‘রোজা ঝামেলা সৃষ্টি করছেন বলে সমাবেশ কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ করে। এ জন্য তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।’

মুসলিমদের সম্পর্কে ট্রাম্প ভক্তদের ধারণার পরিবর্তন আনতেই সমাবেশে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন রোজা।

তবে পুলিশ যখন রোজাকে সরিয়ে আনে তখন ট্রাম্পের অনেক ভক্ত টিটকারি করছিলো। তারা বলছিলো, ‘তুমি বেরিয়ে যাও তোমার কাছে বোমা আছে।