Search
Close this search box.
Search
Close this search box.

দুই বিচারক হত্যায় জঙ্গি আরিফের ফাঁসি বহাল

adaaa

ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মমলার ঘটনায় জঙ্গি আসাদুল্লাহ ওরফে আরিফের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

chardike-ad

আজ রোববার সকাল ৯টা ২০ মিনিটের দিকে আরিফের রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় দেন।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

এ সময় জঙ্গি আসাদুল্লাহ আরিফের পক্ষে ছিলেন নিখিল ভদ্র আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাটর্নি জেনারেলর মাহবুবে আলম বলেন, রিভিউ আবেদন খারিজ হওয়ায় জঙ্গি আরিফের মৃত্যুদণ্ডে আর কোনো বাধা থাকল না।

২০০৫ সালে ঝালকাঠিতে বোমা বিস্ফোরণে সেখানকার বিচারক জগন্নাথ পাল ও সোহেল আহমেদ নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান, বাংলাভাইসহ ছয়জনের মৃতুদণ্ডাদেশ কার্যকর করা হয়।