Search
Close this search box.
Search
Close this search box.

মাত্র পাঁচ মিনিটেই চার্জ করা যাবে স্মার্টফোন!

smartphone-chargeমাত্র পাঁচ মিনিটেই স্মার্টফোন চার্জ করার একটি নতুন প্রযুক্তি বাজারে নিয়ে আসতে যাচ্ছে ইসরায়েলের একটি কোম্পানি। স্টোরডট নামের ওই প্রতিষ্ঠানটি আগামী বছরেই নতুন এই প্রযুক্তি বাজারে নিয়ে আসছে এমনটা বলা হচ্ছে।

গত ২০১৫ সালে আমেরিকার লাস ভেগাসে পাঁচ মিনিটে স্মার্ট ফোনে চার্জের প্রযুক্তিটি তুলে ধরেছিল স্টোরডট। এবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বিবিসিকে জানিয়েছেন, ‘আগামী বছরের মধ্যেই পাঁচ মিনিটে মোবাইলে চার্জ দেওয়ার প্রযুক্তিটি বাজারে আসতে যাচ্ছে।’

chardike-ad

এই নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে গিয়ে স্টোরডট যা জানিয়েছে তার সারমর্ম হলো, তারা মূলত নতুন একটি ব্যাটারি তৈরি করেছে যা সাধারণ ব্যাটারির মতো নয়। এই ব্যাটারিতেই পাঁচ মিনিটে চার্জ হয়ে যাবে। এবং এটি বাজারজাতকরনের জন্য পুরো প্রস্তুত তারা।

এদিকে, এই প্রযুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিখ্যাত প্রযুক্তি বিশ্লেষক বেন উড। তবে তিনি বলেছেন, এটি সত্যিই যদি বাজারে আসে তাহলে সেটা হবে যুগান্তকারী এক উদ্ভাবন।

কারণ বহু আগ থেকেই মোবাইল দ্রুত চার্জ দেওয়ার পন্থা খুজছে গবেষকরা। কিন্তু এ যাবত খুব বেশি সফলতা পায়নি কেউই।