Search
Close this search box.
Search
Close this search box.

ভারত থেকে তিনবারের বেশি কেনাকাটায় কর

bagsএক বছরের মধ্যে চারবার বা তার বেশি সংখ্যকবার ভারতে গিয়ে কেনাকাটা করলে কিনে আনা পণ্যের ওপর কর দিতে হবে। যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা-২০১৬ এর (ব্যাগেজ রুল নামে পরিচিত) সংশোধন করে এ নিয়ম করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগের নিয়ম অনুসারে ব্যাগেজ রুলের আওতায় স্থলবন্দর দিয়ে আগত একজন যাত্রী বিদেশে অবস্থানের সময় নির্বিশেষে ৪০০ মার্কিন ডলার মূল্যের ব্যাগেজ সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করতে পারতেন।

chardike-ad

তবে নতুন নিয়ম অনুসারে, এক পঞ্জিকা বছরে একজন যাত্রী এ সুবিধা তিনবারের বেশি পাবেন না। বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ বারবার ভারতে গিয়ে পণ্য কিনে আনেন, সেগুলো ঢাকার বিভিন্ন বিপণিবিতানে সরবরাহ করেন এবং ই-কমার্স সাইটগুলোতে বিক্রি করেন।

এনবিআরএর বক্তব্য হচ্ছে, এখন এ সুযোগ সীমিত হওয়ায় এই ব্যবসা বন্ধ হবে।