Search
Close this search box.
Search
Close this search box.

হেলিকপ্টার কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি করলো বাংলাদেশ

Helicopterরাশিয়া থেকে ৫টি এমআই-১৭১ এসএইচ সামরিক পরিবহন হেলিকপ্টার কিনছে বাংলাদেশ। সোমবার (১২ জুন) বিমান বাহিনীর সদরদপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এর উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী ও রাশিয়ার মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান এবং রাশিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রুশ কোম্পানি রোসোবোরোন এক্সপোর্ট এর ডেপুটি চিফ অব সেকশন মি. আগিভ দিমিত্রি।

chardike-ad

মঙ্গলবার (১৩ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশে রাশিয়ার দূতাবাসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।