Search
Close this search box.
Search
Close this search box.

ঈদের জামাত কোথায়, কখন?

Eid-Jamatজাতীয় ঈদগাহ ময়দান ও বায়তুল মোকাররমে ঈদের জামাত কখন অনুষ্ঠিত হবে তা জানিয়ে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

জাতীয় ঈদগাহ: ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিবারের মতো এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। ঈদগাহে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে।

chardike-ad

বায়তুল মোকাররম: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এর পরপর বায়তুল মোকাররম মসজিদে আরো ৪টি জামাত হবে যথাক্রমে ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায়। বায়তুল মোকাররমের প্রথম জামাতে ইমামতি করবেন এ মসজিদের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠেয় ঈদ জামাত দেশের প্রধান ঈদ জামাত হিসেবে গণ্য হবে।

জাতীয় সংসদ ভবন: বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদুল ফিতর উপলক্ষে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এখানে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিগণ জামাতে অংশ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেট সংলগ্ন মাঠে এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় পৃথক দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

একই সময়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মসজিদে ঈদ জামাত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠে গেন্ডারিয়া ঈদ কমিটির ঈদ জামাত হবে ৮টায়।

এছাড়া নীলক্ষেত মরিয়ম বিবি শাহী মসজিদে সাড়ে ৮টা ও সাড়ে ১০টায়; ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, বনানী কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৮টায়, এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদে সকাল ৮টায়, নয়াপল্টন জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে। কারওয়ান বাজার আম্বর শাহ শাহী জামে মসজিদে জামাত হবে সকাল ৮টায়।

কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৭, সাড়ে ৮ এবং সোয়া ৯টায় হবে তিনটি জামাত। হাজারীবাগ পার্কে দুটি জামাত হবে সকাল ৭টা ও ৮টায়।

পুরান ঢাকার তারা মসজিদ, যাত্রাবাড়ীর ধলপুর নারকেল বাগান মসজিদ এবং কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ও ৯টায় দুইটি করে ঈদ জামাত হবে।

চট্টগ্রাম: চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় নগরীর জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন জামেয়া আহমদীয়া সুন্নিয়ার মুহাদ্দিস সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত।

এছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর ৪১টি ওয়ার্ডে ১৬১টি স্থানে ঈদ জামাত হবে বলে করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।

এর মধ্যে বাকলিয়া চট্টগ্রাম সিটি করপোরেশন স্টেডিয়ামে সকাল ৮টায়, লালদীঘি জামে মসজিদে সকাল ৮টা ১০ মিনিটে, জালালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল সোয়া ৮টায় ঈদ জামাত হবে।

শোলাকিয়া: গত ঈদুল ফিতরে জঙ্গি হামলার পরও কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হয়েছিল দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। এবার ১৯০তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে শোলাকিয়ায়। প্রতিবছরের মতো এবারও জামাত শুরু হবে সকাল ১০টায়। জামাতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদউদ্দিন মাসউদ। সকাল পৌনে দশটা থেকে বৃহত্তর এ জামাতটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।