Search
Close this search box.
Search
Close this search box.

কলকাতায় ‘হেনস্থার’ শিকার বাংলাদেশ বিমান

biman-bangladeshকলকাতায় একের পর এক অযৌক্তিক কারণে জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে। কথায় কথায় বিমানের সঙ্গে ‘শত্রুভাবাপন্ন’ আচরণ করছে ভারতীয় কর্তৃপক্ষ।

সর্বশেষ দুজন যাত্রীর ব্যক্তিগত ভুলে বিমানকে দুই লাখ রুপি জরিমানা করেছে কলকাতা বিমানবন্দরের কর্তৃপক্ষ। বিমান থেকে বলা হয়েছে, এ ধরনের জরিমানার দাবি অযৌক্তিক। জরিমানার অঙ্ক মওকুফ বা হ্রাস করতে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠিও দেয়া হয়েছে। কিন্তু বিমানের চিঠির কোনো সাড়াই দিচ্ছে না ভারত।

chardike-ad

বিমান জানিয়েছে, গত আট জুলাই দুজন বিমানে করে স্প্যানিশ নাগরিক ঢাকা থেকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে বিমান থেকে নামার পর কোনো একটা ভুল করে বসেন তারা। এ কারণে বিমানকে জরিমানা করা হয়।

বিমানের কলকাতা অফিসের কর্মকর্তা ফখরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, এর আগেও বিমানকে নানা কারণে জরিমানা করা হয়েছে। সেগুলোর মধ্যে বেশির ভাগ কারণই অযৌক্তিক ছিলো।

তিনি জানান, এবার বিমানকে যে কারণে জরিমানা করা হয়েছে, তা একেবারে অযৌক্তিক। যাত্রীর ভুলে বিমান কেনো জরিমানা দিবে, এ রকম কোনো যুক্তিও তুলে ধরেনি ভারতীয় কর্তৃপক্ষ।