Search
Close this search box.
Search
Close this search box.

১৫৭ বছর পর বন্ধ হচ্ছে বিগ বেনের ঢং ঢং

big-ben১৫৭ বছর পর বন্ধ হচ্ছে ব্রিটেনের ঐতিহ্যবাহী ঘড়ি বিগ বেনের ঢং ঢং। তবে তা সাময়িক। আগামী ৪ বছর বেশিরভাগ সময় এই শব্দ শুনতে পাবেন না লন্ডনবাসী। সংস্কার কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার হাউজ অব কমন্স এক বিবৃতি দিয়ে জানিয়েছে, আগামী ২১ অাগস্ট দুপুর থেকে বিগ বেনের ঘণ্টা বাজা বন্ধ হবে। গত ১৫৭ বছর ধরে প্রতি ঘণ্টায় ঢং ঢং আওয়াজ দিয়ে সময়ের জানান দিয়ে আসছিল এই বিগ বেন।

chardike-ad

১৮৫৮ সালে গর্বের প্রতীক হিসাবে লন্ডনের প্রাণকেন্দ্রে দাঁড় করানো হয়েছিল এই বিগ বেনকে। চতুর্মুখী এই ঘড়ি ব্রিটেনের ঐতিহ্য বহন করছে। বছরের পর বছর সময়ের জানান দিয়ে আসতে আসতে আজ জরাজীর্ণ হয়ে পড়েছে বিগ বেন। আর তাই এটিকে মেরামত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হলেও নিউ ইয়ারের মত বিশেষ বিশেষ মুহূর্তে বাজবে বিগ বেন।

বিগ বেনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্টিভ জাগস বলেন, ঘড়িটির আয়ু আরও দীর্ঘ করতে এটি সংস্কারের জরুরি এ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এটির বাড়ি এলিজাবেথ টাওয়ার এর সুরক্ষায় সেখানেও সংস্কার কাজ করা হবে।