Search
Close this search box.
Search
Close this search box.

আগস্টে দক্ষিণ কোরিয়ার প্রবৃদ্ধি বেড়েছে

১৩ সেপ্টেম্বর ২০১৩, সিউল:

গাড়ি নির্মাণ-সংশ্লিষ্ট শ্রমিকদের ক্রমান্বয়ে ধর্মঘটের পরও চলতি বছরের আগস্টে দক্ষিণ কোরিয়ার প্রবৃদ্ধি বেড়েছে। যদিও এ বৃদ্ধির গতি ছিল ধীর। রফতানি ও অভ্যন্তরীণ চাহিদাই এ সময় প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়েছে। সম্প্রতি দেশটির মিনিস্ট্রি অব স্ট্র্যাটেজি অ্যান্ড ফিন্যান্স এ তথ্য জানায়। খবর সিনহুয়ার।

chardike-ad

মিনিস্ট্রি অব স্ট্র্যাটেজি অ্যান্ড ফিন্যান্সের মাসিক গ্রিন বুকে প্রকাশিত এ তথ্যে জানানো হয়, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি গাড়িশিল্পের শ্রমিক ধর্মঘটের কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এর পরও বেশির ভাগ অর্থনৈতিক সূচকই ধীরগতিতে হলেও বেড়েছে এ সময়।

imagesদক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় গাড়ি নির্মাতা কোম্পানি হুন্দাই মোটরের শ্রমিকরা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ধর্মঘটের ডাক দিয়েছেন। বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে এ ধর্মঘটের ডাক দেন তারা। যদিও চলতি সপ্তাহেই তারা মালিকপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পক্ষে মত দিয়েছেন। ধর্মঘটের কারণে কোম্পানিটির বেশ কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। তবে শ্রমিকদের ধর্মঘটের কারণে ধীরগতিতে থাকা উৎপাদন ব্যবস্থা রফতানি ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির ফলে বেশ অনেকটাই পুষিয়ে গিয়েছে এ সময়।

কোরিয়ান অর্থনীতির প্রায় অর্ধেকই নিয়ন্ত্রণ করে দেশটির রফতানি। চলতি বছরের আগস্টে দেশটির রফতানির পরিমাণ আগের বছরের চেয়ে বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ। এ সময় দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৪৯২ কোটি মার্কিন ডলার। এ পরিমাণ আগের মাসের চেয়ে প্রায় দ্বিগুণ।

তবে চলতি বছরের জুলাইয়ে আগের মাসের তুলনায় দেশটিতে খনি ও উৎপাদন খাতের উৎপাদন কমেছে দশমিক ১ শতাংশ। তবে এ সময়ে খুচরা বিক্রির পরিমাণ বেড়েছে ১ দশমিক ১ শতাংশ।
বিভিন্ন সেবা-সংশ্লিষ্ট খাতে এ সময়ে বিনিয়োগ কমেছে ২ দশমিক ৫ শতাংশ তবে অবকাঠামো খাতে বিনিয়োগ বেড়েছে দশমিক ৮ শতাংশ। সূত্রঃ বণিক বার্তা