milaপপ গায়িকা মিলার ডিভোর্স হয়েছে বলে গুজব রটেছে। রোববার আনুষ্ঠানিকভাবে বৈমানিক পারভেজ সানজারি ও মিলার মধ্যে ডিভোর্স হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়। এ বছর ১২ মে আনুষ্ঠানিকভাবেই বিয়ে হয় মিলা ও বৈমানিক পারভেজ সানজারির। টানা ১০ বছর প্রেমের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা।

ডিভোর্সের কথা উল্লেখ করে গণমাধ্যমে লেখা হয়, বিয়ের পরপরই মনোমালিন্য শুরু হয় দুজনের মধ্যে। প্রায়ই ঝগড়া হয় দুজনের। এছাড়া এক পর্যায়ে মিলা স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা করতে বাসা থেকে বের হন। যদিও পরিবারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়নি। বিষয়টির জের ধরেই ডিভোর্সের ঘটনা ঘটে তাদের মধ্যে।

chardike-ad

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মিলা বলেন, পারভেজের সঙ্গে আমার ডিভোর্সের কোনো ঘটনা ঘটেনি। সূত্র: যুগান্তর