Search
Close this search box.
Search
Close this search box.

আগস্টে দ. কোরিয়ার শিল্পোৎপাদন নয় মাসের মধ্যে সর্বোচ্চ

১ অক্টোবর ২০১৩, সিউল:

চলতি বছরের আগস্টে দক্ষিণ কোরিয়ার শিল্প উৎপাদন বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ, যা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ। মূলত গাড়ি ও সেলফোনের উৎপাদন বাড়ায় এ অবস্থা দেখা গেছে বলে জানায় দেশটির পরিসংখ্যান অধিদফতর স্ট্যাটিস্টিকস কোরিয়া। খবর নিউজ এশিয়ার।

chardike-ad

imagesগতকাল সোমবার পরিসংখ্যান অধিদফতর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আগস্টে দক্ষিণ কোরিয়ার খনি, ম্যানুফ্যাকচারিং, গ্যাস ও বিদ্যুত্ খাতের উৎপাদন বেড়েছে সবচেয়ে দ্রুত। আগের মাসের তুলনায় এসব খাতে উৎপাদন বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। গত বছরের নভেম্বরের পরে এটিই ছিল সবচেয়ে ভালো অবস্থা। সে সময়ে দেশটির এ খাতের উৎপাদন বেড়েছিল ২ দশমিক ১ শতাংশ।

অন্যদিকে গত বছরের আগস্টের তুলনায় এ উৎপাদন বৃদ্ধির পরিমাণ ৩ দশমিক ৩ শতাংশ। এক বছরের হিসাবে এ বৃদ্ধির পরিমাণ চলতি বছরের জানুয়ারির পর সর্বোচ্চ। দক্ষিণ কোরিয়ার প্রধান রফতানি পণ্যগুলোর উৎপাদনও এ সময় বেড়েছে। এর মধ্যে রয়েছে গাড়ি, টেলিভিশন ও সেলফোন। এসব পণ্যের উৎপাদন জুলাইয়ের তুলনায় বেড়েছে ১৮ দশমিক ৯ ও ১১ দশমিক ১ শতাংশ। এর মাধ্যমে এশিয়ার চতুর্থ বৃহত্ অর্থনীতির দেশটি পুনরুজ্জীবিত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার সর্বশেষ প্রান্তিকের অবস্থাও বেশ ভালো ছিল। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক ১ শতাংশ। এ হার গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

চলতি বছরে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ২ দশমিক ৮ শতাংশ বাড়বে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গত বছর তাদের বার্ষিক প্রবৃদ্ধি ছিল মাত্র ২ শতাংশ। এ হার গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। সূত্রঃ বণিকবার্তা