Search
Close this search box.
Search
Close this search box.

যৌন সহিংসতায় নিকৃষ্ট মেগাসিটি ভারতের দিল্লি

sexual-harassmentযৌন সহিংসতার দিক থেকে বিশ্বের নিকৃষ্টতম মেগাসিটি ভারতের দিল্লি। সম্প্রতি থমসন রয়টার্স ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘ ঘোষিত বিশ্বের ১৯টি মেগাসিটিতে চলতি বছরের জুন-জুলাই মাসে জরিপ চালানো হয়েছে। দিল্লিতে ‘নির্ভয়া ধর্ষণকাণ্ডের’ পাঁচ বছর পূর্তির কয়েক মাস আগে জরিপের ফলাফল প্রকাশ হলো। বিশ্বের মেগাসিটিগুলোতে নারীদের যৌন সহিংসতার শিকার হওয়ার ওপর এটিই প্রথম জরিপ।

chardike-ad

দিল্লির জনসংখ্যা প্রায় ২ কোটি ৬৫ লাখ। বিশ্বের দ্বিতীয় জনবহুল মেগাসিটি। ধর্ষণের তালিকায় সবার শীর্ষে রয়েছে দিল্লির নাম। তবে ধর্ষণে সবার ওপরে থাকলেও নারীদের জন্য ‘সবচেয়ে বেশি বিপজ্জনক’শহরের তালিকায় দিল্লির নাম রয়েছে চারে। এ তালিকায় মিশরের কায়রো শীর্ষে এবং পাকিস্তানের করাচি রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

দিল্লি শহরে যৌনঘটিত হামলার শিকার, ধর্ষণ ও যৌন হয়রানির আতঙ্কে থাকে নারীরা। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার নির্ভয়া শেষ পর্যন্ত মারা যায়। এ ঘটনা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছিল।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন