Search
Close this search box.
Search
Close this search box.

আইফোনের চেয়ে স্যামসাংই এগিয়ে!

samsung-vs-appleআইফোন ৮ ও ৮ প্লাসের বিক্রি ইতোমধ্যে প্রায় ১০ লাখ ছাড়িয়ে গেছে। তবে প্রোডাক্ট রিভিউয়ের ওয়েবসাইট কনজিউমার রিপোর্টসের দেওয়া তথ্য মতে, পারফর্মেন্সের দিক দিয়ে আইফোনের চেয়ে স্যামসাংয়ের ফোনই এগিয়ে।

তাদের দেওয়া তালিকা অনুযায়ী স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮ প্রথম স্থানে ও গ্যালাক্সি এস৮ প্লাস দ্বিতীয় স্থানে রয়েছে। পারফরমেন্সের বিচার তৃতীয় স্থানে আছে ২০১৬ সালে বাজারে আসা ১৮ মাস বয়সী গ্যালাক্সি এস৭। এরপরে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস।

chardike-ad

তবে স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি নোট ৮ পড়ে গেছে আইফোনের পেছনে। ষষ্ঠ স্থান পেলেও ব্যাটারি লাইফ আর ওজনের কারণে নতুন আইফোনগুলোকে টেক্কা দিতে পারেনি গ্যালাক্সি নোট ৮।

আইফোন ১০ ফোনটির ভেতরের ফিচারগুলোর সঙ্গে আইফোন ৮ ও ৮ প্লাসের মিল আছে। তবে আইফোন ১০ এ বাড়তি হিসেবে যোগ হয়েছে হোমবাটন বিহীন ফুল স্ক্রিন ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি লাইফ, ডুয়েল লেন্স রিয়ার ক্যামেরা ও ফেইস আইডি ফিচার। তাই রিভিউয়ারদের ধারণা, ৩ নভেম্বর বাজারে আসলে সব হিসাব নিকাশ পাল্টে দেবে আইফোন ১০।