Search
Close this search box.
Search
Close this search box.

ঘুরে আসুন সিউল বাতি উৎসব

সিউলের জুংনোতে চলছে বাতি উৎসব। কোরিয়ান ভাষায় যার নাম 서울빛초롱축제।  নানা রকম বাতির কাঠামো দিয়ে প্রায় ১.২ কিলোমিটার লম্বা লেক সাজানো হয়েছে  অপূর্বভাবে। দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী বাতির কারুকার্য দেখার ভাল একটা সুযোগ হতে পারে এই উৎসব।

chardike-ad

সিউল কিংবা খিয়ংগি প্রদেশে যারা বসবাস করেন তারা ছুটির দিনে চাইলেই ঘুরে আসতে পারেন। আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য শীতকালীন মিনি অলিম্পিক গেমসকে ঘিরেই এবারের উৎসবের শ্লোগান রাখা হয়েছে।

গত ৩ নভেম্বর শুরু হওয়া উৎসবটি চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টায় শুরু হয়ে উৎসব শেষ হয় রাত ১১টায়। ২০০৯ সাল থেকে শুরু হওয়া এই উৎসবের জনপ্রিয়তা প্রতিবছরই বাড়ছে।

যেভাবে যাবেনঃ সিউল সাবওয়ে’র ১ নাম্বার লাইনের জোংগাক (jonggak) ষ্টেশনের এক্সিট ৪ বা ৫ দিয়ে বের হয়ে অথবা ২ নাম্বার লাইনের উলজেরো ১গা(Euljiro1-ga) ষ্টেশনের এক্সিট ২ বা ৩ দিয়ে বের হলেই দেখা মিলবে এই বাতি উৎসবের।