Search
Close this search box.
Search
Close this search box.

ওএলইডি ডিসপ্লে থেকে স্যামসাংয়ের আয় ২২ বিলিয়ন ডলার

বৈশ্বিক স্মার্টফোন বাজারে আইফোনের দশকপূর্তি সংস্করণ ভালো সাড়া ফেলেছে। ডিভাইসটির কল্যাণে শুধু নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলই নয়, লাভবান হবে ওএলইডি ডিসপ্লে সরবরাহকারী স্যামসাং। দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইনভেস্টর এক প্রতিবেদনে জানায়, ২০১৭ সালে আইফোন টেনের জন্য সরবরাহ করা ওএলইডি ডিসপ্লে থেকে স্যামসাংয়ের আয় হবে ২ হাজার ২০০ কোটি ডলার।

chardike-ad

স্যামসাং ডিসপ্লে আইফোন টেনের জন্য এরই মধ্যে ৫ কোটি ওএলইডি ডিসপ্লে প্যানেল সরবরাহ করেছে। গত বছর অ্যাপলের কাছে প্রতিষ্ঠানটির ওএলইডি ডিসপ্লে প্যানেল বিক্রি ১৮-২০ কোটি ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

আইফোন টেনের জন্য ওএলইডি ডিসপ্লে প্যানেল সরবরাহের চুক্তির পরপরই উৎপাদন বাড়িয়েছিল স্যামসাং। ক্রমবর্ধমান চাহিদা পূরণে গত বছর শুরু থেকে শেষ পর্যন্ত ওএলইডি ডিসপ্লে উৎপাদন ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ করতে হয়েছিল প্রতিষ্ঠানটিকে।

বিশ্লেষকদের তথ্যমতে, চলতি বছর স্যামসাংয়ের ওএলইডি ডিসপ্লে উৎপাদন আরো একধাপ বেড়ে ৯০ শতাংশে পৌঁছাবে। এটা সম্ভব হলে বছরপ্রতি ২২ কোটি ৪০ লাখ ইউনিট ওএলইডি ডিসপ্লে প্যানেল উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। বণিকবার্তা।