anisul-haqueঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের বাবা এবং সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বাবা শরিফুল হক (৯৫) মারা গেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সহকারী এএসএম মিজানুর রহমান বলেন, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাকে গত সপ্তাহে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

chardike-ad

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাটে জন্মগ্রহণ করেন শরিফুল হক।