অনলাইন প্রতিবেদক, ২ নভেম্বর ২০১৩:

আগামি বছর থেকে কোরিয়ান ভিসার ফি ন্যুনতম ১০ ডলার বাড়তে যাচ্ছে। শুক্রবার এ সম্পর্কিত সংশোধিত অভিবাসন নিয়ন্ত্রণ বিলটি ঘোষণা করে আইন মন্ত্রণালয়। যদি জাতীয় সংসদে বিলটি পাশ হয়, তাহলে নতুন এই ভিসা ফি ১লা জানুয়ারি থেকে কার্যকর হবে।
images
এই বিলটিতে আবাসিক ভিসা ১০ ডলার ও প্রবেশ ভিসা ১৮ ডলার বাড়নোর প্রস্তাব করা হয়েছে। নতুন এই ভিসা ফি ১৫ বছর পর বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছে অন্যান্য দেশগুলোর সাথে ক্রমবর্ধমান শ্রম ব্যয়ের সমতা রাখার জন্য ভিসা ফি বড়ানো হয়েছে।

chardike-ad

উল্লেখ্য, এখন বাংলাদেশ কোরিয়ান দুতাবাস তিন মাসের ভিসার জন্য ৩০ ডলার এবং তার অধিক সময়ের জন্য ৫০ ডলার ভিসা ফি নিয়ে থাকে।