থ্রিডি ফেইস স্ক্যান নিয়ে আসছে গ্যালাক্সি এস১০

3D-face-scanআগামী বছর বাজারে আসবে থ্রিডি ফেইস স্ক্যান প্রযুক্তি যুক্ত স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস১০। নতুন এই ফিচারের মাধ্যমে ফেইস আনলকও আঙুলের ছাপের মতোই নির্ভরযোগ্য হবে। অনেকেই ধরে নিয়েছিলেন, গ্যালাক্সি নোট ৯ -এ থ্রিডি ফেইস স্ক্যান প্রযুক্তি যুক্ত করা হতে পারে। তবে পরে তা নাকচ হয়েছে।

প্রযুক্তিটি নিয়ে কাজ করছে স্যামসাংয়ের ক্যামেরা তৈরির পার্টনার নুমাঙ্গা আর ম্যানটিস ভিশন। দুটি কোম্পানিই অগমেন্টেড রিয়েলিটি ক্যামেরা নিয়ে ইন্টেলের সঙ্গে কাজ করছে। তাদের মিলিত প্রচেষ্টায় তৈরি ফেইস স্ক্যান প্রযুক্তি অ্যাপলকেও টেক্কা দিতে পারে।

গ্যালাক্সি এস১০ কে এস-এক্স নামকরণ করা হবে কিনা জানা যায়নি। তবে আইফোনের ১০ বছর পূর্তিতে যেমন ফেইস আনলক যুক্ত করা হয়েছিল, স্যামসাংয়ের ক্ষেত্রেও তেমন ঘটনাই ঘটতে যাচ্ছে।

সৌজন্যে- অর্থসূচক