Search
Close this search box.
Search
Close this search box.

নেপালে ২৩ বাংলাদেশির প্রথম জানাজা সম্পন্ন

janaja-nepalনেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত বাংলাদেশিদের মধ্যে ২৩ জনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে তাঁদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) কামরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে শনাক্ত ২৩ জনের লাশ দূতাবাসে নেয়া হয়। পরে ৯টায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টার দিকে লাশ বহনকারী বাংলাদেশ এয়ারফোর্সের একটি কার্গো বিমানের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে।

১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে রোববার পর্যন্ত ২৩ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।