Search
Close this search box.
Search
Close this search box.

নেপালে ২৩ বাংলাদেশির প্রথম জানাজা সম্পন্ন

janaja-nepalনেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত বাংলাদেশিদের মধ্যে ২৩ জনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে তাঁদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) কামরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে শনাক্ত ২৩ জনের লাশ দূতাবাসে নেয়া হয়। পরে ৯টায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

chardike-ad

বিকাল ৩টার দিকে লাশ বহনকারী বাংলাদেশ এয়ারফোর্সের একটি কার্গো বিমানের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে।

১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে রোববার পর্যন্ত ২৩ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।