বিয়েবিচ্ছেদ হয়েছিল বেশ কয়েক মাস আগেই। হায়দরাবাদের মুসাপেট এলাকায় ফ্ল্যাটে একাই থাকতেন। কাজ করতেন একটি তেলুগু খবরের চ্যানেলে উপস্থাপিকা হিসেবে। রোববার রাতে অফিস থেকে বাসায় ফিরেই ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন রাধিকা রেড্ডি।
আত্মহত্যার আগে ‘আমার মাথাই আমার শত্রু’ এ রকম সুইসাইট নোটও লিখে গেছেন ওই নারী।
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, অফিস থেকে ফেরার পর সোজা ছাদে উঠেন রাধিকা, নিচে লাফিয়ে পড়েন। মাথা ও পায়ে প্রচণ্ড চোট পাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ৬ মাস আগে ডিভোর্স হয়েছিল তার। রাধিকার ১৪ বছরের ছেলে শারীরিক প্রতিবন্ধী।
চিকিৎসকরা জানান, রাধিকার মাথায় গুরুতর চোট লেগেছে। শরীরের একাধিক জায়গায় হাড় ভেঙেছে। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই উপস্থাপিকার।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে তদন্তে নেমেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাধিকা বেশ কিছু দিন ধরেই অবসাদে ভুগছিলেন।