vacationঈদ ছাড়া তেমন ছুটি মেলে না চাকরিজীবীদের। তাইতো ক্যালেন্ডারের পাতায় চোখ রাখেন অনেকেই। কবে মিলবে একটু ছুটি। চলতি মাসে অন্যরকম ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।

২৭ এপ্রিল শুক্রবার। পরের দিন ২৮ এপ্রিল শনিবার। সরকারি ছুটির দিন। পরের দিন ২৯ এপ্রিল রোববার বৌদ্ধ পূর্ণিমা। এদিনও সরকারি ছুটি। ৩০ এপ্রিল সোমবার অফিস খোলা। ১ মে মঙ্গলবার মে দিবস। ২ মে বুধবার শবে বরাত। এই ২ দিনও সরকারি ছুটি। অর্থাৎ ৩০ এপ্রিল সোমবার ছুটি নিলেই পাচ্ছেন ৬ দিনের বন্ধ।

chardike-ad

অন্যরকম এই ৬ দিনের ছুটি কীভাবে কাটানো যায় তা নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন অনেকেই। এই বিষয়ে জানতে চাইলে বেসরকারী চাকরিজীবী মাসুউদুর রহমান বলেন, ‘সারা বছরে দুই ঈদ ছাড়া তেমন বড় ছুটি মিলে না। তাই ২৬ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস করেই গ্রামের বাড়ি বরগুনা যাবো। সেখানে পরিবারের সাথে সময় কাটানো ছাড়াও নিজ পুকুর থেকে মাছ ধরার পরিকল্পনা আছে।’