Search
Close this search box.
Search
Close this search box.

রেকর্ড পরিমাণে কমেছে স্যামসাং গ্যালাক্সি এস৯ বিক্রি

galaxy-s9-s9-plusঅব্যাহতভাবে কমছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৯ ও গ্যালাক্সি এস৯ প্লাস ফোনের বিক্রি। মার্চ ও এপ্রিল মাসে সাত লাখ ৭ হাজার ইউনিট ফোন বিক্রি করেছে স্যামসাং। এর মধ্যে মার্চে বিক্রি হয়েছে ৪ লাখ ৭৬ হাজার ইউনিট। এপ্রিলে বিক্রি হয়েছে ২ লাখ ৩১ হাজার ইউনিট। দক্ষিণ কোরিয়ার তিনটি টেলিকম কোম্পানি থেকে এই তথ্য পাওয়া গেছে।

গ্যালাক্সি এস সিরিজের কোনো ফোনের প্রথম দুই মাসের বিক্রির রেকর্ড অনুযায়ী এটাই সর্বনিম্ন। গত বছর গ্যালাক্সি এস৮ বাজারে আসার প্রথম দুই মাসেই বিক্রি হয়েছিলো এক মিলিয়ন ইউনিট।

chardike-ad

এদিকে, অ্যাপল বছরের প্রথম ভাগে আইফোন ১০ বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেছে। গত চার মাসে দক্ষিণ কোরিয়ায় আইফোন ১০ বিক্রি হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ইউনিট। বাজারে আসা নতুন কোনো আইফোন বিক্রির ক্ষেত্রে যা সর্বনিম্ন।

সৌজন্যে- টেকশহর