সৌদি আরবের পবিত্র মদিনা শহরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওমরাহ করতে যাওয়া ১৫ জন নিহত ও ১৭০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ওই সময় হোটেলটিতে বিভিন্ন দেশের প্রায় ৭০০ মানুষ অবস্থান করছিলেন। এর মধ্যে পাকিস্তান, মিসর ও ইরাকের নাগরিকের সংখ্যাই বেশি ছিল।
নিহত ১৫ জনের সবাই মিসরের নাগরিক বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। তবে মিসর এখন পর্যন্ত এ খবর নিশ্চিত করেনি।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অগ্নিকাণ্ডে মিসরের কতজন মানুষ নিহত হয়েছেন, এর সঠিক সংখ্যা জানার চেষ্টা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান।