Search
Close this search box.
Search
Close this search box.

Regent-Airwaysভ্রমন পিয়াসুদের জন্য আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৪ থেকে ২১ জুনের মধ্যে কক্সবাজার, ব্যাংকক, নেপাল, সিঙ্গাপুর ও কলকাতা ভ্রমণে অফারটি পাওয়া যাবে।

এই অফারে তিন দিন দুই রাতের কক্সবাজার ভ্রমণ ১৬ হাজার ৪০০ টাকা, ঢাকা থেকে কলকাতা ১৬ হাজার ৯০০ ও চট্টগ্রাম থেকে কলকাতা ১৭ হাজার ৭০০ টাকায় মিলবে।

chardike-ad

এছাড়া ২১ হাজার ৯০০ টাকায় কাঠমান্ডু, ৩২ হাজার টাকায় ব্যাংকক ও সাড়ে ৩৮ হাজার টাকায় সিঙ্গাপুর ভ্রমণ করা যাবে।

প্যাকেজে ২৮ হাজার ৩০০ টাকায় পাঁচ দিন চার রাত কাঠমাণ্ডু-পোখরা, ৩৮ হাজার ৮০০ টাকায় ব্যাংকক পাতায়া ও ৫১ হাজার ৮০০ টাকায় ব্যাংকক-ফুকেটের প্যাকেজ নেওয়া যাবে।

এ সুবিধা পেতে আগামী ২৫ মে’র মধ্যে বুকিং করতে হবে আগ্রহীদের। আগ্রহীরা রিজেন্ট এয়ারওয়েজের সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট কিংবা ওয়েব সাইট থেকে প্যাকেজ সুবিধা নিতে পারবেন।