Search
Close this search box.
Search
Close this search box.

russiaআন্তর্জাতিক আকাশসীমায় প্রবেশ করার অভিযোগে রাশিয়ার দুটি যুদ্ধবিমান (বোমারু) জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার আলাস্কার আকাশসীমা থেকে এ বিমান দুটি জব্দ করা হয় বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়ার টিইউ-৯৫ মডেলের বিমান দুটি আলাস্কার উপকূলে আন্তর্জাতিক আকাশসীমায় প্রবেশ করে। তখন যুক্তরাষ্ট্রের আলাস্কাভিত্তিক নোর‌্যাড এফ-২২ মডেলের দুটি যুদ্ধবিমান রাশিয়ার বিমান দুটিকে জব্দ করে।

উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের মুখপাত্র মেজর অ্যান্ড্রিউ হেন্নেস এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার বিমান এর আগে কখনও যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেনি বলেও বিবৃতিতে উল্লেখ করেন অ্যান্ড্রিউ হেন্নেস। সূত্র: সিএনএন