Search
Close this search box.
Search
Close this search box.

প্রথমবারের মত নচ ডিসপ্লের ফোন আনলো নকিয়া

nokia-x6এবার নচ ডিসপ্লের ফোন উন্মোচন করলো নকিয়া। ‘নকিয়া এক্স৬’ নামের এই ফোনে রয়েছে কম বেজেলের ৫ দশমিক ৮ ইঞ্চি নচ ডিসপ্লে। ৪ ও ৬ গিগাবাইট র‍্যামের ডিভাইসটির মূল্য যথাক্রমে ২০০ ও ২৬৫ মার্কিন ডলার।

জিএসএমএরিনা জানায়, অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট ছাড়াও ফোনটিতে রয়েছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।স্টোরেজ সুবিধার ওপর নির্ভর করে ৩২ ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সংস্করণে মিলবে ফোনটি।

chardike-ad

ছবি তোলার জন্য ডিভাইসটির পেছনে রয়েছে ১৬ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১।

এছাড়াও, এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, হেডফোন জ্যাক, ওয়াইফাই, জিপিএস ইত্যাদি সুবিধা রয়েছে। ১৫১ গ্রাম ওজনের ফোনটির পুরুত্ব ১৪৭*৭০.৯৮*৭.৯৯ এমএম। কালো, সিলভার, ও নীল রঙে পাওয়া যাবে ফোনটি।