Search
Close this search box.
Search
Close this search box.

এবার ৮ জিবি র‌্যামে আসছে স্যামসাংয়ের নতুন চমক

note-9ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের এবছরের ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন নিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য বের হচ্ছে। আগামি মাসে স্যামসাং তাদের নতুন ফ্লাগশিপ ডিভাইস নোট নাইন বাজারে নিয়ে আসছে । তিনটি রম ভার্সনে নোট নাইন বাজারে মিলবে।

নোট নাইটের ডিসপ্লে হবে ৬ দশমিক ৪ ইঞ্চির ক্যাপসিটিভ টাচস্ক্রিন। রেজুলেশন ১৪৪০×২৯৬০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন। ডিসপ্লেটি বেজেল লেস এবং সাইডে সামান্য বেজেল রয়েছে এবং ডিসপ্লেতে মূল বডির ৯৮ শতাংশ স্ক্রিন রয়েছে

ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫, অক্টা কোর প্রসেসর দেওয়া হয়েছে। ৬ জিবি র‌্যাম ভার্সনের পাশাপাশি ৮ জিবি র‌্যাম ভার্সনেও নোট নাইন বাজারে পাওয়া যাবে। এগুলো হলো ৬৪, ১২৮ এবং ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি বিল্টইন মেমোরি থাকবে।

ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে ৪ হাজার মিলি অ্যাম্পিয়ারের নন-রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, যা অনেকক্ষণ চার্য ধরে রাখতে সক্ষম।

সুত্র: এনডিটিভি

chardike-ad