Search
Close this search box.
Search
Close this search box.

স্যামসাংয়ের দুই ডিসপ্লে ফোনের ছবি ফাঁস

samsung-dual-display-smartphoneস্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এক সময় দুটি ডিসপ্লে সমৃদ্ধ ফোন তৈরি করেছিল। শেষ পর্যন্ত অবশ্য সেটি বাজারে আসেনি। ফোনটির বেশ কিছু ছবি সম্প্রতি ফাঁস হয়েছে। আকৃতিতে মডেলটির সঙ্গে জেডটিইর অ্যাক্সন এম এর মিল রয়েছে।

বেশ মোটাসোটা ফোনটির সামনে ও পেছনে দুটি ডিসপ্লে দেয়া হয়েছিল। পেছনের ডিসপ্লেটি ভাঁজ খুলে সামনে এনে দুটি ডিসপ্লে পাশাপাশি ব্যবহার করার ব্যবস্থা দিয়েছিল স্যামসাং। ক্যামেরা দেয়া হয়েছিল একটি, সেলফি তোলার সময় ক্যামেরার নিচের ডিসপ্লে ব্যবহার করলেই কাজ হবে সে চিন্তা থেকে। ক্যাপাসিটিভ বাটন আর হোম বাটন দেয়া হয়েছিল মূল ডিসপ্লের নিচে। মাইক্রো ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক আর স্পিকার ছিল ফোনের নিচে।

chardike-ad

ডিজাইনে ফোনটির ফ্রেমের সঙ্গে গ্যালাক্সি নোট ৫ এর মিল আছে। তবে ডিসপ্লেগুলোর সঙ্গে গ্যালাক্সি জে সিরিজের মিল বেশি। গত ২০১৫ বা ২০১৬ সালে ফোনটি তৈরি করা হয়েছিল। তবে দুটি আলাদা ডিসপ্লে নয়, ভাঁজ করা যায় এমন একটি ডিসপ্লে দিয়েই ফোল্ডিং ফোন তৈরি করার প্রস্তাব করেছে স্যামসাং। সে কারণেই শেষ পর্যন্ত বাজারে আসেনি এই ফোন।