ফোনটিতে থাকবে স্যামসাং এক্সিনস ৭৫৭০ কোয়াডকোর প্রসেসর। স্বল্পশক্তির ফোনটির সঙ্গে থাকবে ১ গিগাবাইট র্যাম। অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড ৮ দশমিক ১ ওরিও গো। মজার বিষয় হচ্ছে, ফোনগুলোতে স্যামসাংয়ের নিজস্ব ইন্টারফেইস নাও থাকতে পারে। মডেলটির নাম হতে পারে গ্যালাক্সি জে২ কোর।
উপমহাদেশের বাইরেও ফোনটি যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ আমেরিকা আর ক্যারিবিয়ানে পাওয়া যাবে। মূল্য হবে ১০ হাজার টাকার কম। কিন্তু এর দাম নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
স্যামসাংয়ের নিজস্ব ইন্টারফেইসের চাপ না থাকায় ফোনটির পারফরমেন্স একেবারেই খারাপ হবার সম্ভাবনা কম। সাশ্রয়ী মূল্যের ফোন বাজার স্যামসাং অনেকটাই হারিয়েছে, সেটা ফিরে পেতেই তাদের এ চেষ্টা।