Search
Close this search box.
Search
Close this search box.

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টসহ আসছে গ্যালাক্সি এস১০

galaxy-s10স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস১০ এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি রাখা হবে থ্রিডি ফেশিয়াল রিকগনাইজেশন। এমনটাই জানিয়েছে, কোরিয়ান সংবাদ মাধ্যম দ্য বেল।

ফোনের নিরাপত্তার জন্য স্যামসাং তাদের সাপ্লাইয়ারদেরকে আইরিশ স্ক্যানার দিতে মানা করে দিয়েছে। এর বদলে ফেইস আনলক ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো সহজ পদ্ধতিতে ভরসা রাখছে স্যামসাং। এযাবৎকাল পর্যন্ত বাজারে আসা গ্যালাক্সি সিরিজের সবগুলো ফোনেই ছিলো রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

chardike-ad

‘দ্য বেল’ এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনটি ভিন্ন মডেলে পাওয়া যাবে গ্যালাক্সি এস১০। এর মধ্যে দুটি ফোনে থাকবে ৫.৮ ইঞ্চি পর্দা আর একটি মডেলে থাকবে ৬.২ ইঞ্চি পর্দা। ৫.৮ ইঞ্চি পর্দার ফোনের একটিতে থাকবে সিঙ্গেল রিয়ার ক্যামেরা আর অন্যটিতে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা।

৬.২ ইঞ্চি পর্দার ফোনে থাকবে তিনটি রিয়ার ক্যামেরা। তবে এসব তথ্যের সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস১০ ফোনটি বাজারে আসতে পারে।

সৌজন্যে- টেকশহর