Search
Close this search box.
Search
Close this search box.

স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি অন৬ বাজারে

galaxy-on6স্যামসাং তাদের নতুন স্মার্টফোন বাজারে আনলো। ফোনটির মডেল গ্যালাক্সি অন৬। ফোনটিতে রয়েছে ইনফিনিটি ডিসপ্লে। স্যামসাং গ্যালাক্সি অন৬ ফোনটির সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশ।

ফোনটিতে রয়েছে অ্যাড্রয়েন্ড ৮.০ অপারেটিংস সিস্টেম। ৫.৬ ইঞ্চির এর ফোনটিতে ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস সুপার অ্যামোলেড ১৮.৫:৯ অয়াসপেক্ট রেশিওর ডিসপ্লে। থাকছে ৪ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ।

chardike-ad

গ্যালাক্সি অন৬ স্মার্টফোনটিতে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তুলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দুইটি ক্যামেরার সাথে একটি এলইডি ফ্ল্যাশ থাকবে। ফ্রন্ট ক্যামেরায় থাকছে ফেস আনলক ফিচার। ফোনটির ব্যাটারীতে থাকছে ৩ হাজার এমএএইচ।

ভারতের বাজারে ফোনটি ১৪ হাজার ৪৯০ রুপিতে পাওয়া যাবে। আগামী ৫ জুলাই থেকে বিক্রি শুরু হবে। তবে বাংলাদেশের বাজারে ফোনটি আসবে কিনা এই সর্ম্পকে এখনো জানা যায়নি।