Search
Close this search box.
Search
Close this search box.

গ্যালাক্সি নোট৯ এ ডক ছাড়াই চলবে ডেক্স

samsung-dexসরাসরি ডেস্কটপ হিসেবে স্যামসাংয়ের বেশ কিছু ফ্ল্যাগশিপ ব্যবহার করা গেলেও, বিশেষ অ্যাক্সেসরিজ ছাড়া সেগুলো কাজ করে না। সেটি বদলে দেবে গ্যালাক্সি নোট ৯।

নতুন ফাঁস হওয়া এক খবরে জানা গেছে, স্যামসাং ডেক্সমোড ব্যবহারের জন্য গ্যালাক্সি নোট ৯কে ডেক্স ডক বা ডেক্স প্যাডে যুক্ত করতে হবে না। সরাসরি ইউএসবি সি টু ডিসপ্লেপোর্ট ক্যাবল ব্যবহার করে ফোনের চার্জিং পোর্টে মনিটর সংযুক্ত করলেই ডেক্স চালু হয়ে যাবে। ফোনের ডিসপ্লে তখন টাচপ্যাড হিসেবে কাজ করবে, আর ব্লুটুথ কিবোর্ডের মাধ্যমে করা যাবে টাইপিং।

chardike-ad

স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে, বিশেষ অ্যাক্সেসরিজ দরকার না হলে আরও বেশি মানুষ ডেক্স ব্যবহারে উৎসাহিত হবেন। দেখা যাবে ল্যাপটপ ব্যবহারের প্রয়োজনীয়তা কিছু মানুষের জন্য যাবে একেবারেই কমে।

ডেক্স মোডে বেশ কিছু অ্যাপ, যেমন মাইক্রোসফট অফিস বা ব্রাউজার ডেস্কটপের মত ফিচার আর ইন্টারফেইসে ব্যবহার করা যাবে। যেন ফোনটিই হয়ে উঠবে ডেস্কটপ কম্পিউটার।

সৌজন্যে- টেক শহর